ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় অটোরিকশা চাপায় গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
কলমাকান্দায় অটোরিকশা চাপায় গৃহবধূর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সালমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সালমার স্বামী রফিকুল ইসলাম (৩৫) ও মেয়ে রোজিনা আক্তার (১২)।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ডোয়ারিকোনা গোরস্থান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অটোরিকশায় করে স্বামী-সন্তানসহ কলমাকান্দায় যাচ্ছিলেন সালমা।

পথে ডোয়ারিকোনা গোরস্থান সড়কে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তাদের অটোরিকশাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।