ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
নলছিটিতে জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠি: জমি সংক্রন্তি বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে সাইদুর রহমান খলিফা (৬০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান খলিফা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

নিহতের স্বজনরা জানান, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের সাইদুর রহমান খলিফার সঙ্গে তার চাচাতো ভাই মৃত মালেক খলিফার ছেলেদের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধীয় জমিতে শুক্রবার দুপুরে চাচাতো ভাইয়ের ছেলে নূর হোসেন খলিফা, আলমগীর হোসেন, বাবুল খলিফা, সুমন খলিফা ও জাকির খলিফা লোকজন নিয়ে মাটি কাটতে যান। এতে বাধা দিলে সাইদুর রহমানকে তারা পিটিয়ে আহত করেন।
স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।