ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে ১১ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শাজাহানপুরে ১১ জনের কারাদণ্ড

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জুয়া খেলা ও মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বয়ড়াদিঘী গ্রামের মৃত আবু তালেবের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মাথাইলচাপড় গ্রামের মৃত ইয়াছিন মুন্সির ছেলে আব্দুর রহমান (৪৫), মুনসেফপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৪০), মৃত হাফিজুর রহমানের ছেলে জিয়াউল হক (৩৬), কামু শেখের ছেলে আনোয়ার হোসেন (৪৫), আশেকপুর গ্রামের নুর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), রানীরহাটের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৫০), কলোনী চকলোকমান গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জনি আহমেদ (৩৬), মৃত আহমেদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০), বগুড়া সদরের মান্দার বিলেরপাড় এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৪০), মালগ্রামের বেলু মিয়ার ছেলে মিরাজুল (৩৬)।


 
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
 
তিনি জানান, বৃহস্পতিবার (১২জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীরহাট স্ট্যান্ডে শ্রমিক অফিসে অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
 
পরে বিকেলে মাদকদ্রব্য আইন ১৯৯০ এর ২৬ ধারায় মাদক সেবনের দায়ে আব্দুর রহমানকে (৪৫) ৩ মাস ও মিজানুর রহমানকে (৫০) দেড় মাস এবং অপর ৯ জনকে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।  
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।