ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৯ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
লালমনিরহাটে ৯ জুয়াড়ি আটক লালমনিরহাটে ৯ জুয়াড়ি আটক-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মরাসতি নদীর পাশে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মোজাম্মেল হক (৩২), লায়ন মিয়া (৪২), আব্দুল জলিল (৩৪), লিটন মিয়া (২৭), আজিজুল হক (৪২), আব্দুর রাজ্জাক (৪০), ইব্রাহিম (৫৮) খলিল উল্লা (৪৮) ও রবি (৪০)।

লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খাঁন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মরাসতি নদীর পাশে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ওই ৯ জুয়াড়িকে আটক করা হয়।

পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, মাদক ও জুয়া বিরোধী পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।