ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গার জলে সাত রং জ্বলে

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বুড়িগঙ্গার জলে সাত রং জ্বলে বুড়িগঙ্গার জলে সাত রং/ ছবি- ডি এইচ বাদল

সুরভী-৮ লঞ্চ থেকে: রাতের যাত্রাটাই মনোমুগ্ধকর বুড়িগঙ্গায়। সদরঘাটে লঞ্চে উঠতেই চারদিকে আলোর ঝলকানি। আধার কেটে শুধু লাল-নীল নয়; সাত রঙ খেলা করছে বুড়িগঙ্গার জলে।
 

নদীর দু’পাড়ে অট্টালিকার আলো, সেই আলো বুড়িগঙ্গার জলে বিচ্ছুরিত হয়ে তৈরি করছে রোশনাই। নদীর ঢেউ সেই আলোকে ছড়িয়ে দিচ্ছে অতলে, করে তুলেছে মোহনীয়।


 
সাইরেন বাজিয়ে পন্টুন থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার পর অট্টালিকার আলোয় স্পষ্ট হতে থাকে নদীর জলে। এ সময় দু’পাড়ে অসংখ্য অট্টালিকার আলো উপভোগ করছিলেন লঞ্চ যাত্রীরা।
 
সদরঘাট থেকে পোস্তগোলা ব্রিজ পার হয়েও আলোর মুগ্ধতা টেনেছে দক্ষিণের যাত্রীদের। বুড়িগঙ্গার জলে সাত রং দেশের পর্যটনকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ‘কুয়াকাটা মেগা বিচ কার্নিভাল’ উপলক্ষে সমুদ্রকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে সুরভী-৮ লঞ্চে ঢাকা থেকে যাচ্ছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা ও সাংবাদিকরা।
 
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ১৪-১৬ জানুয়ারি হবে এ কার্নিভাল। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে দেশি-বিদেশি পর্যটকদের নানা আয়োজন।
 
সৈকতে ঘুড়ি ওড়ানো, বালু ভাস্কর্য প্রদর্শনী, বলিখেলা, সার্ফিং, প্যারাসেইলিং, ফানুস ওড়ানো ও ডিজে শোসহ নানা আয়োজনে মাতোয়ারা থাকবেন পর্যটকরা, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।