ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শতবর্ষে পা রাখলো গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শতবর্ষে পা রাখলো গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শতবর্ষে পা রাখলো গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শতবর্ষে পা দিয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি, অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক-রাজস্ব) শামছুল আজম, পৌর মেয়র শাহ্ মো. মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রাটি শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।