ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কলেজ ছাত্র ছুরিকাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
রাজধানীতে কলেজ ছাত্র ছুরিকাহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ধনিয়া কলেজের সামনে কয়েক যুবকের হাতে ছুরিকাহত  হয়েছেন সৌরভ সরকার ( ১৯) নামের এক কলেজ ছাত্র। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তার বন্ধু সুমন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে এসে ভর্তি করান।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত সৌরভ জানান,  তারা যাত্রাবাড়ী থানার শনিআখড়া পলাশপুর এলাকায় থাকেন। তিনি পুরান ঢাকার কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।

পূর্ব শত্রুতা জের ধরে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে আনোয়ার ও নজরুলসহ ৫/৭ জন মিলে তাকে ছুরিকাঘাত করে বলে বাংলানিউজকে জানান সৌরভ নিজেই।  

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনাচর্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহত সৌরভ চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।