ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত করিম বকস (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করিম বকস গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া গ্রামের মৃত তাসের বকসের ছেলে।

নিহত করিম বকসের ছেলে নুর হক বাংলানিউজকে জানান, শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে (করিম বকস) ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।  

সেখানেও অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নিয়ে এলে রোববার ভোরে তার (করিম বকস) মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।