ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মোনজাতে অংশ নিতে ইজতেমায় নারী মুসল্লিরা

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মোনজাতে অংশ নিতে ইজতেমায় নারী মুসল্লিরা মোনাজাতে অংশ নিতে ইজতেমায় নারী মুসল্লিরা

গাজীপুর: প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি তুরাগ পাড়ে হাজির হয়েছেন নারী মুসল্লিরা।

রোববার (১৫ জানুয়ারি) ভোর থেকে পায়ে হেটে ও বিভিন্ন পরিবহনযোগে নারীরা বিশ্ব ইজতেমায় পৌছান তারা।  

শতশত নারী মুসল্লি ইজতেমা ময়দানের আশেপাশে শিল্পকারখানা, বাসা-বাড়ি, মার্কেট ও বিভিন্ন ভবনের ছাদে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছেন।

ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লির সঙ্গে তারাও হাত তুলবেন আল্লাহর দরবারে।

শুক্রব‍ার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।