ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো বাণিজ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো বাণিজ্য মেলা আমিন আমিন ধ্বনিতে মুখরিত বাণিজ্য মেলা, ছবি: সুমন

ঢাকা: টঙ্গীতে অনুষ্ঠিত হলো বিশ্ব মুসলিমবাসীদের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। সেই মোনাজাতে অংশ নিয়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী চলা এ মেলায় এমন দৃশ্য দেখা যায়।

মেলায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে মেলায় আসা বিভিন্ন দেশের নাগরিক, দোকানি, স্কুল-কলেজের ছাত্রছাত্রী  ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে অংশ নেওয়ার ব্যবস্থা করায় মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেলায় আসা দর্শনার্থী আফতাব উদ্দিন রানা।

তিনি বলেন, আমরা এবার ইজতেমার মাঠে যেতে পারিনি।   অডিও ভার্সনের মাধ্যমে মেলায় মোনাজাতে অংশ নিতে পেরেছি। মেলায় এ ব্যবস্থা করায় মেরা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএইচকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।