ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি-কৃষক-খেতমজুরদের বাঁচাতে ৮ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
কৃষি-কৃষক-খেতমজুরদের বাঁচাতে ৮ দফা দাবি আট দফা দাবি জানিয়ে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট

ঢাকা: কৃষি-কৃষক-খেতমজুর ও দেশ বাঁচাতে ৮ দফা দাবি জানিয়ে সমাবেশ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট।সব হাতে কাজ চাই, সব মুখে ভাত... স্লোগ‍ান নিয়ে রোববার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে এ কর্মসূচি পালন করে সংগঠন দু’টি।

বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে একটি সরকারি ক্রয় কেন্দ্র চালু করলে ধান, গম, পাট, অালুসহ অন্যান্য ফসলের ন্যায্য ম‍ূল্য পাবে কৃষক। ভূমিহীনদের নিবন্ধন কার্ড দিতে হবে।

খাস জমি উদ্ধার করে প্রকৃত ভ‍ূমিহীনদের পুনর্বাসন করতে হবে। স্বল্প সুদে ঋণ দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) পূর্ণ অবয়বে পুনরুজ্জীবিত করতে হবে। ভিজিএফ, ভিজিডি কাবিখা, কাবিটা, টিআর, বয়স্কভাতাসহ সব স্থানীয় সরকার প্রকল্পে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

দেশের কৃষকরা আজ গভীর সংকটে দিন-যাপন করছে। ফসলের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত। একদিকে ফসলের দাম নেই, অন্যদিকে সার-বীজ, কীটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম ক্রমেই বেড়ে চলছে। এ অবস্থা থেকে কৃষক এবং দেশ বাঁচাতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিতে দিতে হবে। গ্রামীণ রেশনিং ও ১৫০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করতে হবে, বলেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমসি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।