ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৬ মাদকসেবীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
কেরানীগঞ্জে ৬ মাদকসেবীর জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ছয় মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন ভ্রাম্যমাণ এ আদেশ দেন।

এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হাসান।

জরিমানার আদেশ প্রাপ্তরা হলেন- ইমরান হোসেন (১৯), কাজী ইয়াসিন (২০), রুবেল (২৫), শাহ রিয়াদ (২৪), মো. লিটন (২৮) ও মো. সিরাজ (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, মাদকসেবনরত অবস্থায় ওই ছয় যুবককে আটক কর‍া হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদাল প্রত্যেককে ৫শ’ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।