ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে আটক জঙ্গির বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
নাটোরে আটক জঙ্গির বিরুদ্ধে মামলা

নাটোর: নাটোরে আটক জঙ্গি ফজলুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক (এসআই) জুলহাস বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে সদর থানার চাঁদপুর পাবনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জেমবি সদস্য ফজলুর রহমানকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।