ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাওয়াইয়া শিল্পী মোস্তাফিজুর রহমানের জন্মদিনে গানের আসর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ভাওয়াইয়া শিল্পী মোস্তাফিজুর রহমানের জন্মদিনে গানের আসর শিল্পী মোস্তাফিজুর রহমানের জন্মদিনে গানের আসর (ছবি: সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশে ভাওয়াইয়া বিষয়ক সংগঠনের পথিকৃত একেএম মোস্তাফিজুর রহমানের ৫৫তম জন্মদিনে সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার চতুর্থ একক ভাওয়াইয়া সন্ধ্যা।

সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ ভাওয়াইয়া গানের আসরে মোস্তাফিজুর রহমান ১৬টি গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে তার রচিত গবেষণাধর্মী পুস্তক ‘বাংলাদেশের চার যুগের ভাওয়াইয়ার ইতিহাস’র মোড়ক উন্মোচন করা হবে।


 
ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক একেএম মোস্তাফিজুর রহমান ভাওয়াইয়া গানের শিক্ষা, সংরক্ষণ গবেষণার জাতীয়ভিত্তিক সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ৫৫ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি ভাওয়াইয়ার চর্চা ও গবেষণায় অসংখ্য অবদান রেখেছেন।

ভাওয়াইয়া সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী, ভাওয়াইয়া ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান, সংগীতজ্ঞ আজাদ রহমান, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মো সালাউদ্দিন আহমেদ, গীতিকার সাইফুল আজম বাসার, গতিধারা প্রকাশনীর প্রকাশক সিকদার আবুল বাশারসহ ভাওয়াইয়ামোদী সুধীজন।

সভাপতিত্ব করবেন ভাওয়াইয়া অঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান। ধন্যবাদ জ্ঞাপন করবেন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ।
 
ভাওয়াইয়া শিল্পী একেএম মোস্তাফিজুর রহমান ভাওয়াইয়া গানে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। তার রচিত ও সুরারোপিত গানের সংখ্যা প্রায় দেড় হাজার। রংপুরের মিঠাপুকুরে জন্ম নেওয়া এ কীর্তিমান ব্যক্তি ভাওয়াইয়ার জন্য নিবেদিতপ্রাণ। তিনি স্বপ্ন দেখেন ঢাকায় ভাওয়াইয়া ভবন নির্মাণ করা হবে এবং সেখানে ভাওয়াইয়া নিয়ে চর্চা ও গবেষণার নিয়মিত নানা কাজ হবে। রংপুরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় তার উদ্যোগে এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ভাওয়াইয়া ভবন এবং নির্মাণ হচ্ছে আব্বাসউদ্দিন মঞ্চ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।