ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে তেলবাহী ২ লরির ধাক্কায় যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বঙ্গবন্ধু সেতুতে তেলবাহী ২ লরির ধাক্কায় যান চলাচল বন্ধ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের সেতু পূর্বপাড়ে তেলবাহী দুই লরির ধাক্কায় ঢাকাগামী সবরকম যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ঢাকাগামী  তেলবাহী দু’টি লরি ধাক্কা লাগলে মহাসড়কে তেল পড়ে যায়। এ কারণে ঢাকাগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত লরি দু’টি অপসারণের চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।