ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় আ’লীগ নেতা হত্যার প্রধান আসামি জাসদ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
কুষ্টিয়ায় আ’লীগ নেতা হত্যার প্রধান আসামি জাসদ নেতা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলনকে প্রধান করে ‍অজ্ঞাত আরও ৮-১০ জনেকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর থানায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

১১ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এ খুনের ঘটনায় জাসদ নেতারা জড়িত দাবি স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।