ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপি’তে ৩০ জন সহকারী পুলিশ কমিশনারের বদলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ডিএমপি’তে ৩০ জন সহকারী পুলিশ কমিশনারের বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদ মর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার লিগ্যাল অ্যাফেয়ার্স দীন মোহাম্মদকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার অপারেশনস, সহকারী পুলিশ কমিশনার নাসিম মিয়াকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার হারুন-অর-রশীদকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম, সহকারী পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজলকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম, সহকারী পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদকে সহকারী পুলিশ কমিশনার ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড পোল, সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদকে সহকারী পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম হিসেবে বদলি করা হয়েছে।
 
অপর এক আদেশে সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারীকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পশ্চিম, সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিনকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-দক্ষিণ, সহকারী পুলিশ কমিশনার এস. এম. রেজাউল হককে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-গুলশান, সহকারী পুলিশ কমিশনার সালমান হাসানকে সহকারী পুলিশ কমিশনার ফোর্স, সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুরকে সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম, সহকারী পুলিশ কমিশনার জয়ব্রত পালকে সহকারী পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ, সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হককে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস, সহকারী পুলিশ কমিশনার সুমন কান্তি চৌধুরীকে সহকারী পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ, সহকারী পুলিশ কমিশনার আশরাফউল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-লালবাগ, সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন, সহকারী পুলিশ কমিশনার নাঈম-উল-আলমকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ, সহকারী পুলিশ কমিশনার মো. এলিন চৌধুরীকে পিওএম-পূর্ব, সহকারী পুলিশ কমিশনার আবির সিদ্দিকী শুভ্রকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম, সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিককে সহকারী পুলিশ কমিশনার অ্যাডমিন-ট্রান্সপোর্ট, সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহকে সহকারী পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি, সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন হিসেবে বদলি করা হয়েছে।


 
এছাড়াও সহকারী পুলিশ কমিশনার ফাহমিদা আফরিনকে সহকারী পুলিশ কমিশনার লিগ্যাল অ্যাফেয়ার্স, সহকারী পুলিশ কমিশনার এস. এম. শামীমকে সহকারী পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, সহকারী পুলিশ কমিশনার মো. রাকিবুল হাসানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেনকে সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম, সহকারী পুলিশ কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, সহকারী পুলিশ কমিশনার নিশান চাকমাকে সহকারী পুলিশ কমিশনার কল্যাণ, সহকারী পুলিশ কমিশনার জাকিয়া নুসরাতকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ও সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-মোহাম্মদপুর হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭

পিএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।