ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পদদলিত হয়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সিলেটে পদদলিত হয়ে নিহত ২

সিলেট: সিলেটের জকিগঞ্জে আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে অজ্ঞাতপরিচয় দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাতে ‍এ দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, রাতে মাহফিলে শিরণী সংগ্রহকালে তাড়াহুড়ো লেগে যায়। এসময় ভীড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে আহত হন ওই দু’ব্যক্তি।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তারা।

উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.) এর নবম ঈসালে সাওয়াব উপলক্ষে জকিগঞ্জের বালাই হাওরে সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।