ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-এমরান হোসেন জুয়েল (১৬) ও শরীফ উদ্দিন (২৮)।

এমরান তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নলডগি গ্রামের ইব্রাহীম ব্যাপারির ছেলে ও শরীফ একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ফরাশগঞ্জ গ্রামের রাস্তায় দু’দিক থেকে দু’টি মোটরসাইকেল আসছিল।

এসময় মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী এমরান ছিটকে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটানাস্থলেই তার মৃত্যু হয়। একই মোটরসাইকেলের চালক শরিফ গুরুতর আহত হন।

এ অবস্থায় শরিফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসআরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।