ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল রাজ্জাক নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার হলুদঘর গ্রামের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

‍রাজ্জাক কাশীনাথপুর ইউনিয়নের বিলসলঙ্গি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস বাংলানিউজকে জানান, ভোরে র‌্যাব সদস্যরা সাঁথিয়া উপজেলায় টহল দিচ্ছিলেন। এসময় র‌্যাব হলুদঘর গ্রামের ব্রিজের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও আত্মরক্ষার্তে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭ / আপডেট: ১৪৪৯ ঘণ্টা
আরবি/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।