ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৭ খুন মামলার ১৮ আসামি আদালতে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
৭ খুন মামলার ১৮ আসামি আদালতে ১৮ আসামিকে আদালতে হাজির- ছবি: জিএম মুজিবুর

নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার ১৮ আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগ‍ার থেকে জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৮ মিনিটে তাদের একটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।

এদিকে একই মামলার আরো পাঁচ আসামিকে হাজির করতে সকাল সাড়ে ৭টায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে একটি প্রিজন ভ্যান।

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করবেন। মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায়ের এ দিন ধার্য করেন আদালত।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ইএস/এজেডএস/পিএম/বিএস

** ৭ খুন মামলার ৩ আসামি কাশিমপুর থেকে নারায়ণগঞ্জের পথে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।