ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

‘ন্যায় বিচার হয়েছে’, রায় দ্রুত কার্যকরের দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘ন্যায় বিচার হয়েছে’, রায় দ্রুত কার্যকরের দাবি সাত খুন মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত- ছবি: জিএম মুজিবুর

নারায়ণগঞ্জ: সাত খুনের রায়ে ন্যায় বিচার হয়েছে বলে সন্তোষ প্রকাশ করলেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। পাশাপাশি দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

সোমবার ( জানুয়ারি ১৬) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর এই সাত খুনের মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাংবাদিকদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। ’

এছাড়া এই মামলার বিচার হওয়ার জন্য ধন্যবাদ জানান উচ্চ আদালতের প্রতি।

তিনি বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা থেকে নদী থেকে এই লাশগুলো উদ্ধারের পর আমিসহ তিনজন আইনজীবী উচ্চ আদালতে রিট করি। উচ্চ আদালত এই মামলার মূল আসামিদের অন্যতম ৠাবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। তার পথ ধরে এই রায়। তিনি অবিলম্বে এই রায় কার্যকরের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।