ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রায় দ্রুত কার্যকর হলে খুশি হবো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
রায় দ্রুত কার্যকর হলে খুশি হবো সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের পরিবারের সদস্য অমিতাব সরকার।

তিনি বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। এ রায় দ্রুত কার্যকর হলে আরও খুশি হবো।

আমরা চাই অতি দ্রুত আদালতে এ রায় বাস্তবায়ন হবে। ’

রায় ঘোষণার পর সোমবার (১৬ জানুয়ারি) সকালে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমিতাব সরকার এ কথা জানান।

রায়ে সাত খুনের দায়ে নূর হোসেন ও র‌্যাবের ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।