ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ছাত্র ইউনিয়নের মানববন্ধন

বগুড়া: প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ব্যাপক ভুল এবং সাম্প্রদায়িক বিষয়বস্তু থাকার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শাওন পাল, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, বিপুল পাল, পিয়াল, শাহনেওয়াজ, কবির খান পাপ্পু, অজয় সাহা, দিলীপ রবি দা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে এসব বই বাতিল করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করতে হবে। নইলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।