ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বিনামূল্যে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কালিয়াকৈরে বিনামূল্যে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা বিনামূল্যে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বিনামূল্যে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে পশু-পাখির চিকিৎসা সেবার উদ্বোধন করেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান (পিএসসি, জিওসি ৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাভার অঞ্চল)।

সেনাবাহিনী ও এলাকাবাসী জানায়, সাভার আরভিঅ্যান্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্মের ব্যবস্থাপনায় কালিয়াকৈর উপজেলার বলিয়াদি সেওড়াতলী ভুবনেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

কালিয়াকৈরের বিভিন্ন এলাকার মানুষ গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন গৃহপালিত প্রাণীর চিকিৎসা নিতে আসেন।

এ সময় বিনামূল্যে গৃহপালিত পশু-পাখি যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল ও কবুতরকে টিকা, কৃমিনাশকসহ নানা ধরনের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ, ঘাসচাষ, গৃহপালিত পশু পাখি লালন-পালন ও খামার ব্যবস্থাপনাসহ গবাদি প্রাণীর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে মোট এক হাজার ৩শ’ ২৫টি গরু, ২শ’ ৭২টি ছাগল, এক হাজার ৭শ’ ৯০টি হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কর্নেল মো. আব্দুল বাকী (পিএসসি, অধিনায় মিলিটারি ফার্ম সাভার), কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য (ভারপ্রাপ্ত অধিনায়ক, আরভিঅ্যান্ডএফ ডিপো), মেজর মো. আবু জাফর মোল্লা, মেজর মো. মুশফিকুজ্জামান খান, কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী রফিকুজ্জামানসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।