ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডু থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
হরিণাকুন্ডু থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের ৪ বছরের শিশু জুবায়ের হত্যা মামলার বাদী নিহত শিশুটির বাবা মধু সর্দার ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধু সর্দার।

লিখিত বক্তব্যে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ৩ নভেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা মধু সর্দারের ৪ বছরের ছেলে জুবায়েরকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে।

এর ২ দিন পর ৬ নভেম্বর ওই গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মধু সর্দার থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরে আদালতে ১১ জনকে আসামি করে মধু সর্দার মামলা দায়ের করেন। মামলাটি এজাহার হিসেবে গন্য করে ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুন্ডু থানার ওসির বিরুদ্ধে নির্দেশ দেয় আদালত।

এ নির্দেশ দেওয়ার পর থেকে ওসি মাহাতাব উদ্দিন বাদী মধু সর্দার ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধমকি দেয়। এছাড়া ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেয়।

মধু সর্দারের অভিযোগ, ওসির ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি গ্রহণ করেনি।

এ ব্যাপারে আসামিদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মধু সর্দার। এবং মামলাটি হরিণাকুন্ডু থানার পরিবর্তে অন্য কোন সংস্থার মাধ্যমে তদন্তের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মধু সর্দারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে ওসি মাহাতাব উদ্দীন বলেন, মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।