ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

নাটোর: বেসরকারি কলেজ জাতীয়করণে কয়েকটি স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবিতে নাটোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিট। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নবাব সিরাজ-উদ্দ-দৌলা সরকারি কলেজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসব বিধিমালার মধ্যে রয়েছে- জাতীয় শিক্ষানীতিতে বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের ক্যাডার বর্হিভূত রেখে নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরি প্রদান।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কলেজ বিসিএস শিক্ষক সমিতির সহ-সভাপতি ফরহাদ হোসেন, সমিতির কেন্দ্রীয় নেতা ও কলেজ ইউনিট সাধরণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, সদস্য তরিকুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।