ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভা ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভা

ঝিনাইদহ: ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলানয়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানান শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, বেসরকারি কলেজ জাতীয়করণের ফলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডারভুক্ত হওয়ার মান পাচ্ছেন। ফলে সরাসরি বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চরম বঞ্চনার শিকার হচ্ছেন।

এ সমস্যা দূর করতে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের জন্য জরালো দাবিও জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন- বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা শাখার সদস্য প্রফেসর মহব্বত হোসেন, শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান, কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমান উল্লাহ, সরকারি কে সি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আসাদ-উজ-জামান, বিসিএস সাধারণ শিক্ষক সমিতি জেলা কমিটির সম্পাদক অনুতোষ কুমার, শিক্ষক নেতা মিজানুর রহমান, আবু তাহের, মনিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।