ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের যোগ্য নাগরিক করতে কাজ করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সুবিধাবঞ্চিত শিশুদের যোগ্য নাগরিক করতে কাজ করছে সরকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান/ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

ঢাকা: সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষিত ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ক্রিকেট টুর্নামেন্ট -২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথ শিশু পুর্নবাসন কার্যক্রম প্রকল্পের অধীনে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী  বলেন, দেশের প্রতিটি শিশু যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে সে জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুর্নবাসন নিশ্চিত করার লক্ষ্যেও আমরা কাজ করছি।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের আধুনিক সকল সুযোগ সুবিধা দিতে হবে। তাদের প্রতিভা বিকাশের জন্যও আরও বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এসব সুবিধাবঞ্চিত শিশুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না।

এ সকল শিশুরা যেন আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেজন্য আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব। তাদের খেলাধুলার জন্য ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ করার কাজ করব, বলেন মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিশুদের উদ্দেশে বলেন, এত অল্প সুযোগ সুবিধা পেয়েও আজ খেলার মাঠে যে নৈপুণ্য তোমার দেখিয়েছ তা প্রশংসনীয়। তোমরা প্রমাণ করেছ যে আরও বেশি সুযোগ সুবিধা পেলে তোমরা শুধু দেশীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়েও ভালো করবে। বর্তমান সরকার তোমাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আশা করি এই সুযোগ কাজে লাগিয়ে তোমরা আরও ভালো কিছু করবে।

পথশিশু পুর্নবাসন কার্যক্রম প্রকল্পের পরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনজিও সংগঠন অপরাজেয় বাংলাদেশের সহকারী পরিচালক আমিনা খাতুন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬,২০১৭
এমএ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।