ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে কলেজ ছাত্রীর ওপর হামলাকারীর ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সিলেটে কলেজ ছাত্রীর ওপর হামলাকারীর ভাই আটক

সিলেট: সিলেটের জকিগঞ্জে কলেজ ছাত্রীর ওপর হামলাকারী বাহারের ভাই নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।   

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।

পলাতক বাহার ও আটক নাসির উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ঝুমা বেগম সুমাকে উপজেলার রসুলপুর গ্রামের রাস্তার পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটে বাহার। আহত সুমা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

**সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে জখম

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।