ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ফেনীতে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা

ফেনী: ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি করিমুল্লাহ বিকমকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পূর্ব সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে করিমুল্লাহ বিকম উপজেলার কোম্পানি বাজারে অবস্থিত ছনুয়া ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন।

পথে পূর্ব সিলোনিয়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন ও দুর্বৃত্তরা যে সিএনজি চালিত অটোরিকশায় করে এসেছিল সেটি জব্দ করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।