ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ট্রেন থেকে মেঘনায় পড়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আশুগঞ্জে ট্রেন থেকে মেঘনায় পড়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে শফিকুল নিখোঁজ হন।

তিনি রাজধানীর টঙ্গীতে অনুষ্ঠিত ইজতেমা শেষে বাড়ি ফিরছিলেন।

শফিকুল ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি শহরের বর্ডার বাজার এলাকায় মুরগির ব্যবসা করতেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার দুপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে শফিকুল নিখোঁজ হয়েছিলেন। এরপর সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরদিন আবার চেষ্টা চালিয়ে  বিকেলে তার মরদেহ উদ্ধার করে তারা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।