ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন অভিযান কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন অভিযান

পটুয়াখালী: বিচ কার্নিভালে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও জন প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপস্থতি ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ভূবন কুমার রায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব স্বপন কুমার দাস, জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মীর ফসিউর রহমান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান ও কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।