ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
কলারোয়ায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার 

সাতক্ষীরা: নিখোঁজ হওয়ার একদিন পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাটা বিল থেকে শান্তিরাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পেশায় ক্ষৌরকার শান্তিরাম বিশ্বাসের বাড়ি উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামে।  

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, উপজেলার সোনাডাঙ্গা বাজারে শান্তিরামের একটি সেলুন রয়েছে।

সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বিলে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

ওসি আরও জানান, উদ্ধারকালে শান্তিরাম বিশ্বাসের মুখে বিষের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে মরদেহ বিলে ফেলে রেখে যায়।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।