ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিইউপি ক্রিয়েডাইভ-২০১৬ চ্যাম্পিয়ন ঢাবি’র প্রিঙ্গল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বিইউপি ক্রিয়েডাইভ-২০১৬ চ্যাম্পিয়ন ঢাবি’র প্রিঙ্গল

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)’র বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ক্রিয়েডাইভ-২০১৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ‘প্রিঙ্গল’ দল।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার উত্তরায় হোটেল রিজেন্সিতে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কর্মক্ষেত্রে বিপণনে তারা দক্ষ হয়ে উঠবেন।

চার পর্ব বিশিষ্ট এই প্রতিযোগিতা শুরু হয় গত ২৫ নভেম্বর। চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর ‘প্রিঙ্গল’ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার্স আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘স্লাইটলি এজিটেডেট ওটেনসিল’ দল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিইউপির উপাচার্য মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

বাংলামেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।