ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের ২ সদস্য আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্টসহ প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এরা হলেন, আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম। তবে এদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি র‌্যাব।

 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-২। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তার ৮৭টি ভূয়া সিল, ২টি ল্যাপটপ, ও অন্যান্য কাজগপত্রও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।