ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এসএ টিভির সম্মাননা পেলেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসএ টিভির সম্মাননা পেলেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার ফেরদৌসী মজুমদার ও মুস্তাফা মনোয়ারের হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সংস্কৃতি অঙ্গনের দুই বরেণ্য ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টিভি চ্যানেলটির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চিত্র ও পাপেট শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার এবং অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

তাদের হাতে সম্মাননা তুলে দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহউদ্দিন আহমেদ, চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার এবং চ্যানেলটির পরিচালক নুর-এ-আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন এসএ টিভির কর্মকর্তারা। অনুষ্ঠানে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।