ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে চার জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
বড়াইগ্রামে চার জুয়াড়ি আটক

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমুহান এলাকা থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার নাজিরপুর পূর্বপাড়া এলাকার মৃত জুরান প্রমাণিকের ছেলে আলতাফ হোসেন (৪৫), চৌমুহান এলাকার রুস্তম আলীর ছেলে মনির হোসেন (৪০), পুরুমাইল ভরত এলাকার মকসেদ মোল্লার ছেলে রফিক (৩০) ও আব্দুর রহমানের ছেলে আজিজুল সরদার (২৫)।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার সাহা বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজুর পর শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।