ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় গ্রেফতারি পরোয়ানাভ‍ুক্ত ৮ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
চান্দিনায় গ্রেফতারি পরোয়ানাভ‍ুক্ত ৮ আসামি গ্রেফতার চান্দিনায় গ্রেফতারি পরোয়ানাভ‍ুক্ত ৮ আসামি গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২০ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাতাঘাসী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন, একই গ্রামের বগু মিয়ার ছেলে ফরিদ উদ্দিন, ফরিদ মিয়ার ছেলে আল-আমিন, মনির হোসেন, দোবারিয়া গ্রামের বগু মিয়ার ছেলে খোরশেদ আলম, ভোমরকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে মাসুদসহ আরও দুই জন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়াও এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।