শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও ডা. মোর্শেদ আহমদ চৌধুরী গোটা সিলেট বিভাগের গৌরব।
এজন্য বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও সহ-সভাপতি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সংবর্ধনার জবাবে বলেন, নেতৃত্ব পাওয়ার গৌরব শুধু আমাদের নয়। এটা সিলেট বিভাগের প্রতিটি মানুষের। জেলা প্রেসক্লাবের সব নেতা ও সদস্যদের দেশের ৮০ হাজার চিকিৎসক পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সততা ও বঙ্গবন্ধুর আদর্শে থেকে তা অক্ষরে অক্ষরে পালন করবো।
ডা. মোর্শেদ আহমদ চৌধুরী সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই পাল্টে গেছে। চিকিৎসার জন্য দেশের মানুষকে এখন আর বিদেশে যেতে হয় না।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. লালা, বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
বক্তব্য রাখেন- স্থানীয় দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য ইমরান আহমদ।
এছাড়া ক্লাব সদস্য ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল মনসুর, মুকিত রহমানী, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনইউ/এসএনএস