ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনার মিসিং পয়েন্টে সেতু পড়েছে, রেলে বাঁচবে ১ ঘণ্টা

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মেঘনার মিসিং পয়েন্টে সেতু পড়েছে, রেলে বাঁচবে ১ ঘণ্টা ৯টি স্প্যান ব‌সি‌য়ে শেষ মেঘনা দ্বিতীয় সেতু গড়ার কাজ

মহানগর এক্স‌প্রেস থে‌কে: সকাল ১০ টায় মেঘনা নদী পা‌ড়ি দি‌চ্ছে মহানগর প্রভা‌তি এক্স‌প্রেস। তারও ২ ঘন্টা আগে ঢাকা ছে‌ড়ে‌ছে ট্রেন‌টি। ট্রে‌নের জানালার ফ্রে‌মে দৃশ্যমান এক‌টি নতুন সেতু। শী‌তের শান্ত নদীতে সেতু‌তে চল‌ছে ৫ লাখ ৪০ হাজার নাটবল্টু লাগা‌নোর কাজ। যেখানে আর কিছু‌দিন পরই রেল গড়াবে। এরফলে একঘন্টা দুরত্ব কমে আস‌বে ঢাকা থে‌কে চট্রগ্রা‌মের।

গত জানুয়া‌রি পর্যন্ত ৭টি স্প্যান বসা‌নো দেখা গে‌ছে... এখন ফেব্রুয়ারির প্রথম সপ্তা‌হে চো‌খে পড়‌লো ৯টি স্প্যান ব‌সি‌য়ে শেষ সেতু গড়ার কাজ। এখন বা‌কি রেললাইন বসা‌নো আর ফি‌নি‌শিং।

এখন ঢাকা থে‌কে দে‌শের পূর্বাঞ্চলে ও উত্তর পূর্বাঞ্চলগামী ট্রেন মেঘনা পা‌ড়ি দেয় ১৯৩০ সা‌লে বৃটিশ শাসন আম‌লে নি‌র্মিত সেতু দি‌য়ে।

এরপর গেল ৮৫ বছ‌রে আর মেঘনায় কোন রেল সেতু নির্ম‌াণ হয়‌নি। এরমধ্যে চালু হ‌য়ে‌ছে অ‌নেক রেল। বে‌ড়ে‌ছে যাত্রী প‌রিবহন। এ‌সে‌ছে নতুন কোচ। সে হি‌সে‌বে পুরাতন সেতুর পা‌শে নতুন সেতু গ‌ড়ে তোলার প্র‌য়োজনীয়তা ছি‌লো।

‌রেলও‌য়ে সূত্র জানায়, ঢাকা চট্রগ্রাম ডাবল লাইনের একটা 'মি‌সিং প‌য়েন্ট' ছি‌লো এই মেঘনা অংশ। এখা‌নে দ্বিতীয় সেতু নির্মাণ এখন প্রায় শেষ। এর ফ‌লে ঢাকা চট্রগ্রাম ডাবল লাইন হ‌তে আর মাত্র ক‌য়েকমাস বা‌কি।

রেলের পূবাঞ্চল ব্যবস্থাপক ও  দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্প পরিচালক আব্দুল হাই রোববার দুপু‌রে বাংলা‌নিউজকে জানান, ৯ টি স্প্যা‌ন ব‌সি‌য়ে সেতু নির্মাণ হ‌য়ে গেছে। এখন বা‌কি শুধু  সেতুর ওপর রেল লাইন টানা। এরম‌ধ্যে সেতুর দুই পা‌শের কিছু অং‌শে রেল লাইন টানা শেষ।

‌তি‌নি আরও জানান, সা‌ড়ে ৭শ মে‌ট্রিক ট‌ন ওজ‌নের এ‌কেক‌টি স্প্যান বসানোর কাজ শুরু হ‌য়ে‌ছি‌লো তিনমাস আ‌গে । একেক‌টি স্প্যানে ৬০ হাজার নাটবল্টু লাগা‌তে হ‌চ্ছে।

এখন বলা যায় সেতুর প্রায় ৯৪ ভাগ কাজ শেষ। আগামী এ‌প্রি‌লে ট্রেন উঠ‌বে  দ্বিতীয় ভৈরব রেলসেতুতে। পাশাপা‌শি সচল থাকবে পুরাতন সেতুও। দুই সেতু দিয়ে ডাবল লাইনে চলাচল করতে পারবে রেল, ব‌লেন আব্দুল হাই।

 
৫৬৭ কোটি ১৬ লাখ টাকা ব্যা‌য়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফকন-এফকনস যৌথভাবে রেলসেতু নির্মাণের কাজ কর‌ছে। এই রেলপ‌থে এক‌টি বু‌লেট ট্রেন চালুরও নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।