রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে স্পিকারের কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন গণমানুষের নেতা। গণতন্ত্রের উত্তর, সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার অবদান এবং সংবিধানের ওপর পান্ডিত্য তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করে।
স্পিকার সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। প্রবীণ এ রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান উপদেষ্টা মণ্ডলির সদস্য ছিলেন।
অপর এক শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/ওএইচ/