ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ বালু ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ধুনটে ২ বালু ব্যবসায়ীর কারাদণ্ড

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন- ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রহিম (৩০)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাঙ্গালী নদীর বিলচাপড়ি-রাঙ্গামাটি ঘাট এলাকা থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন আলমগীর ও আব্দুর রহিম। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।