রোববার (০৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও ৩টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সেখানে জাতীয় সংসদের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ ফেব্রুয়ারি) রাত ৪টা ২৪ মিনিটে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।
** সুরঞ্জিতের মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায়
**সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হচ্ছে সুরঞ্জিতের মরদেহ
**ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা
**ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিতের মরদেহ
**সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই
**ল্যাবএইড’র হিমঘরে সুরঞ্জিতের মরদেহ
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/আরআইএস/এসএনএস