রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেব আলী উপজেলার নলুয়া গ্রামের আজহার আলীর ছেলে।
এর আগে শনিবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি কেএম নাসির উদ্দিনসহ পাঁচজন ও শুক্রবার বিকেলে পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ