ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শিমুল হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার মামলায় সাহেব আলী নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেব আলী উপজেলার নলুয়া গ্রামের আজহার আলীর ছেলে।

এর আগে শনিবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি কেএম নাসির উদ্দিনসহ পাঁচজন ও শুক্রবার বিকেলে পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।