রোববার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে আরইউজে নেতারা এ দাবি করেন।
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আরইউজে।
এ কর্মসূচিতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মেট্টোপলিটন প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজে রিপোর্টার্স ইউনিটিটি আলাদা ব্যানার নিয়ে অংশ নেন।
এছাড়া সমকাল সুহৃদ সমাবেশ, জন উদ্যোগ ও আদিবাসী ছাত্র পরিষদের নেতারা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। কিন্তু বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েও কোনো লাভ হয় না। তাই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এটি এখন সময়ের দাবি। ওই ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন- দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকরা আজ বড় অসহায়। সাগর-রুনির বিচার না পেতেই আবার সাংবাদিক শিমুলের রক্তে রঞ্জিত হলো মাটি। চিহ্নত হলেও হত্যাকারী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তবে সরকারের সব অর্জন কালিমা মুক্ত রাখতে খুনি যে দলেরই হোক, তাকে গ্রেফতারের পর বিচারের মুখোমুখি এবং শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত সৃষ্টির দাবি জানান বক্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য আনিসুজ্জামান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, আরইউজের নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাবিসাসের সভাপতি আদিব হাসান, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহসহ আরও অনেকে।
অন্যদের মধ্যে মানববন্ধনে অংশ নেন, বিএফইউজে সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক আনোয়ার আলী হিমু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, শরীফ সুমন, তানজিমুল হক, আরইউজের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সালাহ উদ্দিন ও শরিফুল ইসলাম তোতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএস/ওএইচ/