রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের ভায়না মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এনামুল কবির জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্লার ছেলে।
কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা কোর্ট পুলিশ এবং সদর ও শালিখা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের ভায়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে এনামুল কবির পলাতক ছিলেন। তিনি আগে সিলেটে সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। সাত খুনের ঘটনার ছয়দিন আগে তিনি নারায়নগঞ্জ র্যাব-১১ তে যোগ দেন। তিনি হত্যার শিকার ব্যক্তিদের গতিবিধি ও অবস্থান নজরদারির দায়িত্বে ছিলেন।
মনিরুজ্জামান আরো জানান, দুপুরে এনামুল কবিরকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই