রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সৈদালী গ্রামের হাচু ভূঁইয়া বাড়ির সলিমুল্লাহ’র ঘরের পেছনে শুকনো ঝরাপাতা থেকে আগুন লাগে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শরীফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার কবির আহাম্মদ নিজামী বাংলানিউজকে জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের রাত্রিকালীন খাবার, শীতবস্ত্র ও অস্থায়ী ভিত্তিতে থাকার ব্যবস্থা করেছি।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরবি/