ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহ সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

সিলেট: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জ‍ানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেরা ১১টায় সিলেট শহীদ মিনারে তার মরদেহ সিলেটে পৌঁছে।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়।

পরে সেখান থেকে হেলিকপ্টারে করে সিলেটে নেওয়া হয়। সিলেটে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ সুনামগঞ্জের নতুন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে। জেলার সব শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লায় নিয়ে যাওয়া হবে। প্রথমে তার মরদেহ নেওয়া হবে শাল্লা উপজেলায়, পরে তার জন্মভূমি দিরাইয়ে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য হবে।

শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আচ্ছাদিত হয়েছে কালো কাপড়ে। কালো কাপড়ের সামিয়ানার নীচে স্থাপন করা হয়েছে কালো মঞ্চ। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের শৃঙ্খলার জন্য শহীদ মিনারে প্রবেশ নির্বিঘ্ন করতে কালো কাপড় মোড়ানো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সারিবদ্ধ পথ।

প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে লোকে লোকারণ্য। এসেছেন যুদ্ধকালীন তার সহকর্মী মুক্তিযোদ্ধারা এবং রাজনৈতিক সতীর্থরা।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান,সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল হক, সাবেক পৌর চেয়ারম্যান আফম কামাল, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলীসহ রাজনৈতিক ব্যক্তিরা।

রোববার (০৫ ফেব্রুয়ারি)  ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।