ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুরঞ্জিত সেনের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুরঞ্জিত সেনের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি এক শোক বার্তার মাধ্যমে উপাচার্য সুরঞ্জিত সেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ ফেব্রুয়ারি ২০১৭) ভোরে মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য, তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।